পাঁচ উপ-নির্বাচনের তফসিল ফেব্রুয়ারিতে

একাদশ সংসদে সম্প্রতি শূন্য হওয়া পাঁচটি আসনের উপ-নির্বাচনের তফসিল ফেব্রুয়ারি প্রথমার্ধে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2020, 06:03 PM
Updated : 28 Jan 2020, 06:04 PM

এ লক্ষ্যে ৬-৭ ফেব্রুয়ারি কমিশন বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর জানিয়েছেন।

মঙ্গলবার সিইসি কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

গত ২৭ ডিসেম্বর গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মো. ইউনূস আলী সরকার, ৯ জানুয়ারি রাতে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মো. মোজাম্মেল হোসেন এবং ১৮ জানুয়ারি বগুড়া-১ আসনের সংসদ সদস্য ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মান্নান মারা যান।

আর ২১ জানুয়ারি সকালে মারা যান সংসদ সদস্য ইসমাত আরা সাদেক।

মার্চের মধ্যে এসব উপ-নির্বাচন করতে হবে কমিশনকে।

বৈঠক শেষে জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেছেন, “শুন্য হওয়া পাঁচটি সংসদীয় আসন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি উপনির্বাচন নিয়ে আবারও বসবে কমিশন।

“সেখানে পাঁচটি আসন নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেদিন তিনটির বিষয়ে সিদ্ধান্ত হবে। বাকি দুটি উপনির্বাচন ও চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে ৭ ফেব্রুয়ারি পুনরায় বৈঠকে বসবে কমিশন।”