কাস্টমস কর্মকর্তা শফিকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা হচ্ছে

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক কাস্টমস কমিশনার মো. শফিকুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2020, 02:24 PM
Updated : 19 Jan 2020, 02:24 PM

রোববার কমিশন থেকে শফিকুল ও তার স্ত্রী মাহবুবা ইসলামের বিরুদ্ধে পৃথক মামলার অনুমোদন দেওয়া হয় বলে দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. নূর-ই-আলম অভিযোগ অনুসন্ধান করেন।

তাদের বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, তারা কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৯৬ লাখ ৩৭ হাজার ৯৯৯ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। এছাড়া তারা তিন কোটি ৭৬ লাখ ছয় হাজার ৫৪৮ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সাবেক কমিশনার শফিকুল ইসলাম কিশোরগঞ্জের তারাপাশার মো. নবী হোসেনের ছেলে।