ভাটারায় শিশুকে শ্বাসরোধে হত্যা

ঢাকার ভাটারার বারোবিঘা এলাকায় একটি শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2019, 06:03 PM
Updated : 26 Dec 2019, 06:03 PM

আয়েশা আক্তার ইয়াসফা (৭) নামে শিশুটির লাশ তাদের ভাড়াটিয়ার ঘরে বৃহস্পতিবার সন্ধ্যায় পাওয়া যায়।

ওই কক্ষের খাটের নিচে শিশুটিকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গিয়েছিল বলে স্বজনরা পুলিশকে জানিয়েছে।

আয়শা স্থানীয় গুডনেইবার নামের একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ত। তার বাবা ইয়াসিন মোল্লা একজন টেইলার মাস্টার। নিজের টিনশেড বাড়িতে থাকতেন তিনি।

শিশুটির মামা ইমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  বিকাল থেকে আয়শাকে না পেয়ে তারা সবাই খোঁজাখুঁজি করছিলেন। এক সময় পাশের ভাড়াটিয়ার কক্ষে ঢুকে খাটের নিচে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়।
আয়শাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেখে বলেন, শিশুটি মারা গেছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ভাটারা থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইয়াসিন মোল্লা তার স্ত্রী-সন্তান নিয়ে যে কক্ষে থাকেন, তার পাশের কক্ষে এক দিনমজুর তার স্ত্রী এবং ১৪ বছর বয়সের ছেলেকে নিয়ে ভাড়া থাকেন। ওই কিশোর ছেলেটিও দিনমজুরি করে।

ঘটনার পর থেকে ওই ভাড়াটিয়ার কিশোর ছেলেটি লাপাত্তা জানিয়ে ওসি বলেন, “আমরা ভাড়াটিয়ার ছেলেটিকে গ্রেপ্তারের চেষ্টা করছি।”

ওই ছেলেকে পাওয়া গেলে হত্যারহস্যের জট খুলতে পারে বলে পুলিশ আশা করছে।