ধানমণ্ডির জোড়া খুন: ৩ আসামি রিমান্ড শেষে কারাগারে

ঢাকার ধানমন্ডিতে গৃহকর্ত্রী আফরোজা বেগম (৬৫) এবং গৃহকর্মী দিতি হত্যার মামলায় তিন আসামিকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2019, 06:55 PM
Updated : 13 Nov 2019, 06:55 PM

বুধবার রিমান্ড শেষে আসামিদের ঢাকার আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (নিরস্ত্র) মো. রবিউল আলম।

তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিন আসামি হলেন- ইলেকট্রিশিয়ান বেলায়েত, বাড়ির ব্যবস্থাপক গাউসুল আজম প্রিন্স ও গৃহকর্মী আতিকুল হক বাচ্চু।

এই হত্যাকিাণ্ডের প্রধান সন্দেহভাজন গৃহকর্মী সুরভী আক্তার নাহিদাও রয়েছেন কারাগারে। রিমান্ডের  পর গত ৭ নভেম্বর সুরভী দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ১ নভেম্বর বিকালে ধানমন্ডির ২৮ নম্বর রোডের একটি ফ্ল্যাটে খুন হন আফরোজা ও দিতি।

আফরোজার মেয়ে অ্যাডভোকেট দিলরুবা সুলতানা রুবির আগের গৃহকর্মী বাচ্চু সেদিন সুরভীকে ওই বাসায় কাজের জন্য দিয়ে গিয়েছিলেন। তার পরপরই খুন হন আফরোজা ও দিতি।