দুদক ধোয়া তুলসি পাতা নয়: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনেও দুর্নীতি থাকার কথা স্বীকার করেছেন সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2019, 07:44 PM
Updated : 20 Oct 2019, 07:44 PM

তিনি বলেছেন, “দুর্নীতি দমন কমিশন ধোয়া তুলসি পাতা না। দুদকে দুর্নীতি নাই, সত্য না।”

রোববার ঢাকা মহানগর পুলিশের  মিডিয়া সেন্টারে দুদক কর্মকর্তাদের জন্য আয়োজিত একটি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন ইকবাল মাহমুদ।

তিনি বলেন, “একটি দেশ থেকে কখনও দুর্নীতি চিরতরে দূর করা যাবে না। দুর্নীতি আছে, দুর্নীতি থাকবে, তবে দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে।”

দুর্নীতি দমন কমিশনে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে নানা পদক্ষেপ নেওয়ার কথা বলেন ইকবাল মাহমুদ।

দুদকের সক্ষমতার অভাবের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “এটা আমাদের বড় সমস্যা। সে কারণে এই প্রশিক্ষণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।”

ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও দুদকের যৌথ উদ্যোগে মামলা তদন্ত বিষয়ক এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সপ্তাহব্যাপী এই কর্মশালায় দুদকের ২৫ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

দুদক চেয়ারম্যান বলেন, “আমাদের তদন্তের দুর্বলতার কারণে অনেক সমস্যা হয়। তদন্ত যদি ঠিকমতো না হয়, আদালতে প্রমাণ না করতে পারেন, তাহলে আদালত অপরাধীকে সাজা দিতে পারে না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম।

তিনি বলেন, মামলা তদন্ত ও অপরাধ দমনে প্রযুক্তি ব্যবহার শুরু করে ডিএমপি’র সিটিটিসি ইউনিট। এই ইউনিটের সদস্যরা দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করে ইতোমধ্যে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলেছেন।

সিটিটিসি ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।