কাকরাইলে কভার্ডভ্যানের চাপায় মায়ের মৃত্যু, ছেলে আহত

গ্রামের বাড়ি থেকে রাতের লঞ্চে ঢাকা ফিরে ছেলেকে নিয়ে রিকশায় বাসায় যাওয়ার পথে কভার্ডভ্যানের চাপায় লাশ হলেন এক নারী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2019, 04:58 AM
Updated : 13 Oct 2019, 04:58 AM

রোববার সকাল ৬টার দিকে রাজধানীর কাকরাইল মোড়ে এ দুর্ঘটনায় তার স্কুলপড়ুয়া ছেলেও গুরুতর আহত হয়েছে।

নিহত মাকসুদা আক্তারের (৩৫) স্বামী মোফাজ্জল হোসেন একটি ব্যবসা প্রতিষ্ঠানের গাড়ি চালক। তাদের ছেলে মাইনকে (১১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী সুপার মো. তানভীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর ৬টার দিকে মা-ছেলে রিকশায় করে সদরঘাট থেকে মধুবাগের বাসায় ফিরছিলেন। কাকরাইল মোড়ে একটি কাভার্ড ভ্যান তাদের রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই মাকসুদার মৃত্যু হয়।”

কভার্ডভ্যানের চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, রিকশাচালকেরও কোনো খোঁজ পাওয়া যায়নি।

“সড়কের সিসিটিভি ফুটেজ দেখলে বিস্তারিত জানা যাবে। কভার্ডভ্যানটিও সনাক্ত করা সম্ভব।

মোফাজ্জলের বন্ধু আহসানুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই সন্তানের মধ্যে মইনকে নিয়ে বরিশালে গ্রামের বাড়িতে গিয়েছিলেন মাকসুদা। তার আরেক সন্তান বাবার সঙ্গে বাসায় ছিল।

“কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ের কাছে দ্রুত গতিতে আসা একটি কভার্ডভ্যানের চালক ওদের রিকশার ওপর দিয়ে চালিয়ে দেয়।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মাইনের আঘাত খুব একটা গুরুতর নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।