১৭ অগাস্ট হামলা: ঢাকায় পাঁচ জেএমবির কারাদণ্ড

চৌদ্দ বছর আগে সারাদেশে একযোগে বোমা হামলার এক মামলায় নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদিনি বাংলাদেশ- জেএমবির পাঁচ সদস্যকে ১২ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2019, 08:24 AM
Updated : 22 Sept 2019, 08:24 AM

ঢাকা মহানগর দুই নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক মো. আল মামুন রোববার এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আবদুল্লাহ আল সুহাইল, হাবিবুর রহমান হাবিব (পলাতক), মো. মুসা ওরফে মুস্তাফিজুর রহমান ওরফে সামাদ ওরফে মিন্টু (পলাতক) মো. আবদুর রহমান মাসুদ, মো. নূরুল ইসলাম ওরফে উজ্জ্বল ওরফে ‍জুবায়ের।

আসামিদের ৩০ হাজার টাকা করে জরিমানা, আনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শাহাবুদ্দিন।  

বিস্ফোরক দ্রব্য আইনের তিন ও ছয় ধারায় দেওয়া রায়ে বলা হয়েছে, আসামিরা ২০০৫ সালের ১৭ অগাস্ট সকাল ১১টার দিকে রাজধানীর খিলক্ষেত ওভারব্রিজের কাছে রাজউক মার্কেটের সামনে জনগণের জানমালের ক্ষতিসাধনের জন্য বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।   

ওই ঘটনায় খিলক্ষেত থানার এএসআই মো. কাওসার আলম মামলা করার পর ওই বছরের ২ নভেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর আরও দুইবার সম্পূরক অভিযোগ দেওয়া হয়।

সর্বশেষ সম্পূরক অভিযোগপত্রে আবদুল্লাহ আল সুহাইলকে আসামির তালিকায় আনা হয়।

আইনজীবী মো. শাহাবুদ্দিন জানিয়েছেন, একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা আতাউর রহমান সানিও এই মামলার আসামি ছিলেন। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাকে এই মামলা থেকে বাদ দেওয়া হয়।

২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠি জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়।

ওই মামলায় ২০০৭ সালের ২৯ মার্চ জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আতাউর রহমান সানিসহ সাতজনের ফাঁসি কার্যকর করা হয়।