এক রাতে সৌদি থেকে ফিরলেন ১৪০ জন

সৌদি আরব থেকে ফেরত আসতে হয়েছে ১৪০ বাংলাদেশিকে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2019, 10:24 AM
Updated : 16 Sept 2019, 10:24 AM

ভিসা কিংবা ইকামার মেয়াদ শেষ হওয়াই এদের ফেরত পাঠানোর কারণ বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

রোববার রাত ১১টায় সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের এসভি-৮০৪ ফ্লাইটে ওই বাংলাদেশিরা ঢাকায় ফেরত আসেন বলে প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য কেন্দ্র থেকে জানানো হয়।

এদের অধিকাংশই দীর্ঘদিন সৌদি আরবে অবস্থানের পর ভিসার মেয়াদ শেষে দেশে ফিরেছেন বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাহায্যকারী দল।

তবে ফিরে আসাদের মধ্যে নতুন শ্রমিকও রয়েছেন, যার মাত্র কয়েক মাস আগে সৌদি আরব গিয়েছিলেন কাজের সন্ধানে।

প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে বলা হয়, যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ। কেউ আবার বৈধ মালিক রেখে অন্য মালিকের কাছে কাজের সন্ধানে গিয়েছিলেন। অনেকের আবার ইকামার মেয়াদ শেষ হয়েছে।

বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরব। গত বছর সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের থেকে বাংলাদেশে ২৬০ কোটি ডলার রেমিটেন্স এসেছে, যা মোট রেমিটেন্সের ১৮ শতাংশ।