৮৩ জনকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব

নিয়ম ভঙ্গের অভিযোগ এনে সৌদি আরব থেকে ৮৩ জনকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2019, 04:07 PM
Updated : 17 March 2019, 05:59 PM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের একজন ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বেলা আড়াইটায় সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৬ ফ্লাইটে তাদের দেশে পাঠানো হয়।

“সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে তারা বিমানবন্দর ছেড়ে গেছেন।”

ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, এক কাজের পারমিট নিয়ে সৌদি আরবে যাওয়ার পর কেউ কর্তৃপক্ষকে না জানিয়ে অন্য কাজে যোগ দিলে তার বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ আনা হয়। এ ধরনের পরিস্থিতিতে ওই কর্মী নিজের দেশে ফিরে যেতে বাধ্য হন।

ওসি বলেন, সাধারণত সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এ ধরনের কর্মীদের দেশে ফেরত পাঠায়।

ইমিগ্রেশন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে সৌদি এয়ার লাইন্সের ট্রাভেল পারমিট নিয়ে আসা যাত্রীদের যাচাই বাছাই করে ছাড়া হয়েছে।

“যাচাই বাছাই করতে গিয়ে অনেকটা সময় লাগে। সে ক্ষেত্রে ইমিগ্রেশনের কিছু করার থাকে না।”