ডেঙ্গু নিয়ে চিকিৎসা ছাড়াই মারা গেল শিশুটি
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Aug 2019 11:30 PM BdST Updated: 19 Aug 2019 03:23 PM BdST
ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে, যাকে চেষ্টা করেও হাসপাতালে ভর্তি করা যায়নি বলে তার স্বজন জানিয়েছেন।
শনিবার বিকেলে রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল থেকে মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে তানহা নামে ৭ বছরের মেয়েটি মারা যায় বলে তার নানী সালেহা বেগম জানান।
তানহার বাবার নাম মিলন মোল্লা। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং থানায়। তবে তানহা ঢাকার জুরাইনের মুরাদপুর হাই স্কুল রোডের একটি বাসায় নানীর সঙ্গে থাকত। কদমতলীর কবি নজরুল স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত মেয়েটি।
সালেহা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মঙ্গলবার রাতে তানহার জ্বর আসে। পরদিন সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তিনি। সেখানে চিকিৎসক তার ডেঙ্গু পরীক্ষা করাতে বলেন। পরীক্ষার জন্য রক্ত দিয়ে ফিরে পরদিন ঢাকা মেডিকেলে যান তারা।
“বিসুদবার হাসপাতালে গেলে পরীক্ষায় হের ডেঙ্গু ধরা পড়ার কথা জানা যায়। আমি ডাক্তারগোরে অনেক বলছি তানহারে ভর্তি করাইতে। কিন্তু হেরা ভর্তি না কইরা বাসায় পাডাইয়া দেয়।”
সালেহা বেগম জানান, শুক্রবার তানহার জ্বর সেরে গেলেও শনিবার অবস্থা খারাপ হয়। তখন তাকে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে ভর্তি করা যায়নি।
“আদ-দ্বীন হাসপাতালের ডাক্তাররা কয়, হের অবস্থা খুব খারাপ। তারে ওই হাসপাতালে ভর্তি করন যাইত না, তারে য্যান ঢাকা মেডিকেল বা অন্য কোনো হাসপাতালে নিয়া যাই।
“আমরা অ্যাম্বুলেন্স ভাড়া কইরা মিটফোর্ড হাসপাতালে রওনা দেই। কিন্তু হেই হাসপাতালে গেলে ডাক্তার কয় তানহা রাস্তাত অই মইরা গ্যাছে।”
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের বহির্বিভাগীয় রোগীর টিকেটে বলা হয়েছে, তানহাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তানহার ডেঙ্গু পরীক্ষায় এনএস১ পজিটিভ দেখা যায়।
মারা যাওয়ার পর শনিবারই তানহাকে জুরাইন কবরস্থানে দাফন করা হয় বলে তার নানী জানিয়েছেন।
আরও খবর
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
-
গ্রাহকের স্বর্ণ আত্মসাৎ: সমবায় ব্যাংকের দুই কর্মকর্তা কারাগারে
-
‘বঙ্গবন্ধু: সমাজ ও রাষ্ট্রভাবনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন
-
সম্পদের মিথ্যা তথ্য: এসআইর ছয় বছরের কারাদণ্ড
-
ওয়ারীতে নিজেদের ঘরে শিশুর গলাকাটা লাশ
-
বিমানের ১৭ সিবিএ নেতার বিরুদ্ধে তদন্তের নথি দেখবে হাই কোর্ট
-
কোভিড-১৯: সিএমএইচকে স্বাধীনতা পদক দেওয়ার সুপারিশ
-
আসল দলিলের লেখা মুছে তৈরি হয় জাল দলিল
-
রেলে বড় নিয়োগ আসছে: মন্ত্রী
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির