ঈদের ছুটিতে বাড়ি গিয়ে ডেঙ্গুতে গার্মেন্টসকর্মীর মৃত্যু

ঈদের ছুটিতে ঢাকা থেকে জামালপুরে বাড়ি গিয়ে ডেঙ্গু জ্বরে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2019, 05:17 PM
Updated : 18 August 2019, 05:17 PM

রোববার দেওয়ানগঞ্জ পৌরসভার চিকাজানী আকন্দপাড়া গ্রামে মোছা. বৃষ্টি বেগমের মৃত্যু হয়।

জামালপুরের সিভিল সার্জন ডা. গৌতম রায় বলেন, “দেওয়ানগঞ্জ পৌরসভার চিকাজানী আকন্দপাড়া গ্রামের বাসিন্দা গার্মেন্টসকর্মী মোছা. বৃষ্টি বেগম (২৫) ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন।”

ডা. গৌতম বলেন, তিনি ঈদের ছুটিতে গ্রামের বাড়ি এসেছিলেন। গত ১০ অগাস্ট তাকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওইদিনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

“পরিবারের লোকজন তাকে শনিবার রাতে বাড়ি নিয়ে যান। সেখানে রোববার সকালে বৃষ্টির মৃত্যু হয়।”

বৃষ্টি দেওয়ানগঞ্জ পৌরসভার চিকাজানী আকন্দপাড়া গ্রামের লাল মিয়ার মেয়ে।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে এম শফিকুজ্জামান জানান, জামালপুর জেনারেল হাসপাতালে ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৮ জন। গত ২২ জুলাই থেকে এ পর্যন্ত জেনারেল হাসপাতালে মোট ২০১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এর মধ্যে ১৭০ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।