ডেঙ্গু প্রতিরোধে ঢাকার দুই সিটি পাচ্ছে ১৫ কোটি টাকা

ডেঙ্গু মোকাবেলায় ঢাকার দুই সিটি করপোরেশনকে ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2019, 11:02 AM
Updated : 7 August 2019, 11:02 AM

বুধবার সচিবালয়ে ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

দুই সিটি করপোরেশনকে সাড়ে সাত কোটি টাকা করে থোক বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “ডেঙ্গু মোকাবিলা করার জন্য তারা যাতে ব্যয় করতে পারে সেজন্য দেওয়া হয়েছে। অন্যান্য সিটি করপোরেশগুলোর জন্য একটি অঙ্কের টাকা বরাদ্দ করে পাঠানো হয়েছে।”

সব মিলিয়ে সিটি করপোরেশনগুলোকে মোট ২১ কোটি টাকা এবং পৌরসভাগুলোকে ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

কোরবানির ঈদ ঘিরে ঢাকা থেকে দেশের বিভিন্ন অংশে যে যাত্রী পরিবহন ও যানবাহনের সংখ্যা কয়েক গুণ যায়, সে বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, ডেঙ্গুর বাহক এইডিস মশা যাতে যানবাহনে করে অন্য জেলায় ছড়াতে না পারে, সেজন্য বাস, ট্রেনে ও লঞ্চে ছাড়ার আগে স্প্রে করা এবং পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসক ও পরিবহন মালিকদের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে। সরকারের তরপ থেকে ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করা হলেও গণমাধ্যমের খবরে কয়েকগুণ বেশি মৃত্যুর তথ্য এসেছে।