ইউজিসিতে নতুন তিন সদস্য

তিন বিশ্ববিদ্যালয়ের তিনজন অধ্যাপককে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2019, 02:15 PM
Updated : 12 June 2019, 02:16 PM

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মোহাম্মদ আলমগীর এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সাজ্জাদ হোসেন ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ নিয়োগ পেয়েছেন।

এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ইউজিসির সাবেক সদস্য দিল আফরোজা বেগমকে দ্বিতীয় মেয়াদে কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

অধ্যাপক দিল আফরোজা ২০১৫ সালের ২৮ মে থেকে গত ২৭ মে পর্যন্ত ইউজিসির পূর্ণকালীন সদস্যের দায়িত্বে ছিলেন।

ইউজিসির এই নতুন তিন সদস্যের মেয়াদ ধরা হয়েছে যোগদানের তারিখ থেকে চার বছর।

তবে সরকার প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার আগেই এদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে বলে আদেশে বলা হয়েছে।

এই তিন শিক্ষক বর্তমানে অধ্যাপক হিসেবে যে বেতন-ভাতা পাচ্ছেন ইউজিসি সদস্য হিসেবেও সেই বেতনভাতা পাবেন। তবে কমিশনের সদস্য হিসেবে তারা প্রচলিত বিধি অনুযায়ী বাসস্থান, চিকিৎসা ও যানবাহন সুবিধা পাবেন।