মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে আত্মদানকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে রাজারবাগে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2019, 10:02 AM
Updated : 26 March 2019, 10:02 AM

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রথম বুলেট ছুঁড়েছিলের রাজারবাগের পুলিশ সদস্যরা। ওই প্রতিরোধ যুদ্ধে শহীদ হন অনেক পুলিশ সদস্য। তাদের সম্মানে রাজারবাগে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন পুলিশের মহাপরিদর্শক  (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

এ সময় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রদ্ধা  জানানো হয়। ঢাকা মহানগর পুলিশের  পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন অতিরিক্ত আইজিপি রৌশন আরা বেগম।
এর আগে ডিএমপির একদল পুলিশ সদস্য মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সশস্ত্র সালাম দেন, এ সময় বেজে উঠে বিউগলের করুন সুর।