১১৭ উপজেলায় চলছে তৃতীয় ধাপের ভোট

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ২৫ জেলার ১১৭টি উপজেলায় ভোট চলছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2019, 03:40 AM
Updated : 24 March 2019, 03:40 AM

রোববার সকাল ৮টায় এসব উপজেলার ৯ হাজার ২৯৮টি কেন্দ্রে একযোগে ভোট শুরু হয়েছে; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এসব নির্বাচনী এলাকায় ভোটার রয়েছেন মোট ১ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ৭৫১ জন। নির্বাচনী এলাকায় রোববার সাধারণ ছুটি।

এই ধাপে চারটি সদর উপজেলায় ইভিএমে ভোট নেওয়া হচ্ছে, দ্রুত ফলাফল পাঠানোর জন্য ব্যবহার করা হবে ট্যাব।

শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, “আমরা আরও কঠোর অবস্থানে রয়েছি। যেসব উপজেলায় সমস্যা আছে বলে মনে হয়েছে, সেখানে আমরা বিজিবি ও র‌্যাবের অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি। এছাড়া অতিরিক্ত নির্বাহী হাকিমও নিয়োগ করা হয়েছে।”

সুষ্ঠু ভোটের জন্য ইসির পদক্ষেপ তুলে ধরে সচিব বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে নয় থানার ওসি এবং তিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া বেশ কিছু ওসি ও অতিরিক্ত পুলিশ সুপারকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি জানান, আইন অমান্য করে প্রচারে অংশ নেওয়ায় তৃতীয় ধাপে তিনজন সংসদ সদস্যকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচনী এলাকা ত্যাগ করেছেন।

তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় ভোটের তফসিল ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে চারটি উপজেলায় ভোট পিছিয়ে গেছে।

এর মধ্যে চট্টগ্রামের লোহাগড়া ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাচন আদালতের আদেশে স্থগিত করা হয়েছে। আর নরসিংদী সদর ও কক্সবাজার সদরের নির্বাচন ৩১ মার্চ চতু্র্থ ধাপের স্থানান্তর করা হয়েছে।

এছাড়া ৬ উপজেলায় সবগুলো পদে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় রোববার ১১৭ উপজেলায় ভোট হচ্ছে।

এই ধাপে কক্সবাজারে ভোট চলায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিধিনিষেধ জারি করা হয়েছে। কোনো রোহিঙ্গা শরণার্থী ২৩ মার্চ সন্ধ্যা ৭টা থেকে ২৫ মার্চ সকাল ৮টা পর্যন্ত ক্যাম্পের চৌহদ্দি থেকে বের হতে না পারবেন না। ওই সময় তারা অন্য কোথাও যেতে পারবেন না।

এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদেরও গাড়ি নিয়ে ওই সময় রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে খাদ্য, ত্রাণ ও জরুরি স্বাস্থ্য সেবা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

ভোট তথ্য

>> ২৫ জেলার ১১৭টি উপজেলা ভোট হচ্ছে তৃতীয় ধাপে।

>> বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৫৫জন। তাদের মধ্যে ৩৩ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান এবং ১৩ জন নারী ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

>> চেয়ারম্যান পদে ৩৪০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৮৪ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩৯৯ জন ভোটের লড়াইয়ে আছেন।

>> ১১৭ উপজেলার ৯ হাজার ২৯৮টি কেন্দ্রে ভোটার আছেন ১ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ৭৫১ জন।

>> ১২৭ উপজেলায় ভোটের তফসিল ঘোষণা করা হয়েছিল। পরবর্তী ধাপে স্থানান্তর, আদালতের আদেশে স্থগিত ও বিনা প্রতিদ্বন্দ্বিতার কারণে ১০ উপজেলা বাদ পড়েছে।

>> বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ায় ৬ উপজেলায় ভোটের দরকার পড়ছে না।

>> রংপুর সদর, গোপালগঞ্জ সদর, মানিকগঞ্জ সদর ও মেহেরপুর সদরে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হচ্ছে।

এবার উপজেলার ভোট হচ্ছে পাঁচ ধাপে। এর মধ্যে প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপের ভোট শেষ হয়েছে ১০ মার্চ ও ১৮ মার্চ।

দলীয় প্রতীকে এই প্রথম উপজেলা পরিষদ নির্বাচন হলেও বিএনপিসহ বেশিরভাগ দলের বর্জনের কারণে ভোটে লড়াইয়ের আমেজ দেখা যায়নি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রথম ধাপে ৪৩ শতাংশ ও দ্বিতীয় ধাপে ৪১ শতাংশ ভোট পড়ে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রথম ধাপে ২৮ জন বিনা ভোটে নির্বাচিত হন। দ্বিতীয় ধাপে নির্বাচিত হলেন ৪৮ জন। আর তৃতীয় ধাপে ৫৫ জন পার হয়েছেন বিনা ভোটে।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ মার্চ চতুর্থ ধাপের উপজেলাগুলোতে হবে ভোট। পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ১৮ জুন।