রাজবাড়ীর সাংসদ জিল্লুলকে এলাকা ছাড়ার নির্দেশ

উপজেলা ভোট সামনে রেখে ক্ষমতাসীন দলের আরেক সাংসদ রাজবাড়ী-২ আসনের মো. জিল্লুল হাকিমকে নির্বাচনী এলাকা ছাড়তে বলেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2019, 06:39 PM
Updated : 20 March 2019, 06:39 PM

বুধবার এ সংক্রান্ত চিঠি দিয়েছে ইসির উপ সচিব মো. আতিয়ার রহমান।

উপজেলা ভোট ঘিরে এ নিয়ে অন্তত ১২ জন সংসদ সদস্যকে এলাকা ছাড়তে বলেছে ইসি।

তৃতীয় ধাপে ১২৭ উপজেলার ভোট রয়েছে ২৪ মার্চ।

রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান, স্থানীয় সাংসদ জিল্লুল হাকিমের বিরুদ্ধে পাংশা উপজেলা পরিষদের নির্বাচনে আচরণবিধি লংঘন করে একজন প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণসহ নির্বাচনী বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা কোনও নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। শুধু নির্বাচনী এলাকার ভোটার হলে ভোট দিতে যেতে পারবেন।

তিনি জানান, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ অনুযায়ী বুধবারের মধ্যে নির্বাচনী এলাকা ত্যাগ করার জন্য ইসি নির্দেশনা সংক্রান্ত চিঠি সাংসদের কাছে পাঠান উপ সচিব আতিয়ার রহমান।

বারবার আচরণবিধি লংঘন করায় মঙ্গলবার নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদকে ‘চূড়ান্ত’ সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়।

এর আগে গাইবান্ধা-৫ আসনের সাংসদ ফজলে রাব্বি মিয়া, কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, সুনামগঞ্জ-২ আসনের জয়া সেন গুপ্ত, কুড়িগ্রাম-৩ আসনের এম এ মতিন, হবিগঞ্জ-৩ আসনের মো. আবু জাহির, কুড়িগ্রাম-১ আসনের আছলাম হোসেন সওদাগর, সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতন, লালমনিরহাট-১ আসনের মোতাহার হোসেন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস ও নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালকে এলাকা ছাড়ার নোটিশ দেয় ইসি।