মুনির চৌধুরীকে দুদক থেকে জাদুঘরে বদলি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক, অতিরিক্ত সচিব মুহাম্মদ মুনির চৌধুরীকে বদলি করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2019, 03:17 PM
Updated : 19 March 2019, 03:30 PM
আলোচিত এই সরকারি কর্মকর্তাকে জাদুঘরের মহাপরিচালক নিয়োগ দিয়ে সোমবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তিনি দুদকের প্রশাসন, সংস্থাপন ও অর্থ শাখার মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। যুগ্ম-সচিব থাকাকালে ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর দুদক মহাপরিচালক হিসেবে যোগ দেন তিনি।

মুনির চৌধুরী এর আগে বন্দর, পরিবেশ, জনস্বাস্থ্য, ভূমি এবং বিদ্যুৎ খাতে দায়িত্ব পালনের সময় সরকারি সম্পদ উদ্ধারের পাশাপাশি রাজস্ব আদায় করে বেশ আলোচনায় আসেন।

বিএনপি সরকারের সময় খালেদা জিয়ার ছেলে কোকোর মালিকানাধীন লঞ্চকে জরিমানা করেছিলেন মুনির চৌধুরী। যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর জাহাজকেও জরিমানা করেন তিনি।

এদিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব তাহমিনা আখতারকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট-এর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।