সাফ চ্যাম্পিয়ন ফুটবলারদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা

সাফ অনূর্ধ্ব ১৫ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2018, 05:10 PM
Updated : 8 Nov 2018, 05:10 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী দলের ২৩ খেলোয়াড়ের প্রত্যেককে চার লাখ টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন। আর ১১ কর্মকর্তার প্রত্যেককে দেন দুই লাখ টাকার চেক ও ক্রেস্ট।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দলের সাফল্যে অভিনন্দন জানিয়ে তার সরকারের সময় খেলাধুলার উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। একইসঙ্গে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী তার পরিবাবেরর সদস্যদের খেলাধুলার প্রতি আগ্রহের কথাও উল্লেখ করেন।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব ১৫ ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ফুটবল উপহার দেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ও অনূর্ধ্ব ১৫ দলের অধিনায়ক মেহেদী হাসান। খেলোয়াড় ও কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ফটোসেশনেও অংশ নেন।