সিআইডিতে নতুন ইউনিট ‘সাইবার পুলিশ সেন্টার’

‘সাইবার পুলিশ সেন্টার’ নামে নতুন একটি ইউনিট খোলা হয়েছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2018, 02:32 PM
Updated : 11 Oct 2018, 03:21 PM

নতুন এই ইউনিটের জন্য একজন ডিআইজিসহ ৩৪২ পদের অনুমোদন দেওয়া হয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-৩ থেকে এই অনুমোদনের চিঠি মন্ত্রণালয়ের হিসাব শাখায় বৃহস্পতিবার পাঠানো হয়। 

নতুন এই ইউনিট সাইবার অপরাধ তদন্ত এবং তদারক করবে বলে সিআইডি বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন এই ইউনিট অনুমোদন পাওয়ার আগে সিআইডি নিজস্ব উদ্যাগে সাইবার অপরাধ দেখভাল করতে ‘সাইবার পুলিশ ব্যুরো’ নামে একটি ইউনিট চালাত।

মোল্যা নজরুল এই ব্যুরোর দায়িত্বে রয়েছেন।

তিনি জানান, এখন ওই ব্যুরোর কার্যক্রম নতুন ইউনিটের সঙ্গে যুক্ত হয়ে যাবে।

মোল্যা নজরুল বলেন, “গত বছরের মাঝামাঝি এই ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রী ঐকান্তিক চেষ্টায় খুব অল্প সময়ে এর সফলতা পাওয়া গেল।”

সাইবার পুলিশ সেন্টারে অনুমোদিত পদগুলোর মধ্যে একজন ডিআইজি, দুজন অতিরিক্ত ডিআইজি, তিনজন পুলিশ সুপার, ছয়জন অতিরিক্ত পুলিশ সুপার, ১৮ জন সহকারী পুলিশ সুপার, ৪৫ জন পরিদর্শক, ১৪০ জন উপ পরিদর্শক, ৩০ জন সহকারী উপ পরিদর্শক, ৭৬ জন কনস্টেবলসহ সিস্টেম এনালিস্ট, প্রোগ্রামার পদ রয়েছে। 

মোট ৩৪২টি পদের মধ্যে ৩০টি ক্যাডার পদ স্থায়ীভাবে, বাকি ৩১২টি পদ অস্থায়ী।

জনবলের পাশাপাশি ৪৯টি গাড়িও দেওয়া হচ্ছে নতুন ইউনিটকে।

মোল্যা নজরুল বলেন, বর্তমানে সিআইডিতে যে জনবল আছে সেটা দিয়ে প্রাথমিকভাবে শুরু করার চেষ্টা চলছে।

অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন ইউনিট খুব দ্রুতই তাদের কাজ শুরু করবে।