ভোটে সব দলই আসবে, আশা প্রধানমন্ত্রীর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2018, 03:58 PM
Updated : 23 July 2018, 03:58 PM

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশের বাণিজ্য বিষয়ক দূত রুশনারা আলীর সাক্ষাতকালে তিনি এই আশাবাদ প্রকাশ করেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।

দশম সংসদ নির্বাচন বিএনপিসহ অধিকাংশ দলের বর্জনের মধ্যে অনুষ্ঠিত হওয়ায় এবছর শেষে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ প্রত্যাশা করে আসছে যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো।

বিএনপি বলছে, নির্বাচনের সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে  সুষ্ঠু নির্বাচন হবে না।

রুশনারা আলীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বর্তমান নির্বাচন কমিশনের অধীনে জাতীয় সংসদের উপ-নির্বাচন ও স্থানীয় পর্যায়ের প্রায় ছয় হাজার নির্বাচন অনুষ্ঠানের কথা বলেন।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও সৃদৃঢ় করার উপর জোর দেন। ব্রেক্সিটের প্রভাব বাংলাদেশের উপর পড়বে না বলেও আশ্বস্ত করেন তিনি।  

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসাও করেন রুশনারা।

বৈঠকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট, দিনাজপুর ও বরিশালের বুলেট ট্রেন চালু করার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশে রেল যোগাযোগ আরও বিস্তৃত করতে চাওয়ার কথাও বলেন শেখ হাসিনা।

বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন ওয়াজেদ এবং মুখ্য সচিব মো নজিবুর রহমান উপস্থিত ছিলেন।