বাজেট অধিবেশন শুরু, চলবে ১২ জুলাই পর্যন্ত

শুরু হল সরকারের মেয়াদের শেষ বছরের বাজেট অধিবেশন। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১২ জুলাই পর্যন্ত এ অধিবেশন চলবে।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2018, 06:12 AM
Updated : 5 June 2018, 09:03 AM

মঙ্গলবার বেলা ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলতি দশম জাতীয় সংসদের একবিংশতম অধিবেশন শুরু হয়।

এ অধিবেশনেই আগামী ৭ জুন আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অধিবেশনের শুরুতে স্পিকার সকল সংসদ সদস্যসহ দেশবাসীকে রোজার শুভেচ্ছা জানিয়ে বাজেটেরে ওপর সংসদ সদস্যদের অর্থবহ আলোচনা করার আহ্বান করেন।

তিনি বলেন, “বাজেট অধিবেশন  গুরুত্বপূর্ণ। সংসদ সদস্যরা সরকারি আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুচিন্তিত মতামত দিয়ে বাজেটকে আরও বাস্তবমুখী করার ওপর আলোচনা করবেন।”

এরপর শিরীন শারমিন চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।

সংসদের এ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন আবুল কালাম আজাদ, শামসুল হক টুকু, মাহবুব আলী, ফখরুল ইমাম ও সফুরা বেগম।

পরে স্পিকার চলমান সংসদের সদস্য জাতীয় পার্টির আইনপ্রণেতা এ কে এম মাঈদুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন।

গত ১০ মে মারা যান জাতীয় পার্টির জ্যেষ্ঠ সংসদ সদস্য মাঈদুল ইসলাম। এছাড়া সাবেক সংসদ সদস্য এম শামসুল ইসলাম, মামদুদুর রহমান, এবিএম শাজহাজান, সৈয়দ ওয়াহিদুল আলম, মোহাম্মদ সাহাব উদ্দিন, খন্দকার মু. খুররম, আমিনা বারী, চমন আরা বেগম, সংসদ সচিবালয়ের সহকারী গ্রন্থাগারিক মো. ইকবালের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।

এছাড়া কবি বেলাল চৌধুরী, বিচারপতি আমিরুল কবীর চৌধুরী, ভাষাসংগ্রামী জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, ভাষাসৈনিক চান্দু মিয়া, বীরপ্রতীক হামিদুল হক, মুক্তিযুদ্ধের সংগঠক আবুল খায়ের চৌধুরীর মৃত্যুতেও শোক প্রকাশ করা হয় সংসদে।

সম্প্রতি আলজেরিয়া ও কিউবায় বিমান বিধ্বস্তে এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণেও শোক প্রকাশ করে সংসদ।

রেওয়াজ অনুযায়ী শোক প্রস্তাব গ্রহণের পর দিনের মত অধিবেশন মুলতবি করা হবে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৭ জুন জাতীয় সংসদে আওয়ামী লীগের বর্তমান সরকারের শেষ বাজেট পেশ করবেন। এবার ভোটের বছরে বাজেটের আকার চার লাখ ৬০ হাজার কোটি টাকার মত হতে পারে বলে আগেই আভাস দিয়েছেন তিনি।

অর্থমন্ত্রী বাজেট উপস্থাপনের পর পুরো অধিবেশনজুড়ে তার উপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। সংবিধান অনুযায়ী ৩০ জুনের মধ্যেই নতুন অর্থবছরের বাজেট পাস করতে হবে।

 

বাজেট অধিবেশন সাধারণত দীর্ঘ সময় হয়ে থাকে। গত বছর বাজেট অধিবেশন ২৪ কার্যদিবসের ছিল। সংসদের অন্যান্য অধিবেশন বিকালে বসলেও রোজার মধ্যে আপাতত অধিবেশন বসবে দিনের প্রথমভাগে।

সংসদ সচিবালয়ে থেকে জানানো হয়েছে, রোজার মধ্যে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সংসদের বৈঠক বসবে। রোজার পরে বিকাল ৩টা থেকে শুরু হবে।

অধিবেশন শুরুর আগের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সভায় সিদ্ধান্ত হয়, এবারের বাজেট অধিবেশন ১২ জুলাই পর্যন্ত চলবে।

বাজেটের ওপর ৪০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। ঈদের জন্য ১৩ থেকে ১৭ জুন অধিবেশন মুলতবি থাকবে।

প্রয়োজনে অধিবেশনের সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন বলেও সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বৈঠকে অংশ নেন।