‘মানুষই ছিল নজরুলের মর্মকথা’

সমাজের নানা বৈষম্য, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অনমনীয় দৃঢ়তায় লড়াই করে গেছেন বলে মন্তব্য করেছেন প্রাবন্ধিক অধ্যাপক মোরশেদ শফিউল হাসান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2018, 11:17 AM
Updated : 24 May 2018, 11:17 AM

জাতীয় কবির ১১৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমিতে আয়োজিত এক সভায় বক্তৃতা করছিলেন তিনি।

‘নজরুল: চিরবিদ্রোহী’ শীর্ষক একক বক্তৃতায় মোরশেদ শফিউল হাসান বলেন, “ব্যক্তিত্বের অনমনীয় দৃঢ়তায় কবি নজরুল সাম্রাজ্যবাদ ও অসাম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। ঠিক তেমনিভাবে সমকালীন সমাজের হিন্দু ও মুসলিম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিজের জীবন ও সাহিত্য দিয়ে বিদ্রোহ করেছেন।

“মানুষই ছিল নজরুলের মর্মকথা। তার মতো অসাম্প্রদায়িক মানুষ খুঁজে পাওয়া বিরল।”

অধ্যাপক মোরশেদ বলেন, “কবিতায় নজরুল নতুন স্বরের উদ্গাতা, গদ্যে মননের সাধক, সংগীতে ধ্রুপদী ও লোকধারার স্বার্থক সেতুবন্ধকারী, বেতার ও চলচ্চিত্রের জগতে স্বচ্ছন্দবিহারী। ”

নজরুলের জীবনী লিখতে গিয়ে অনেকে পাঠককে ‘বিভ্রান্তির জালে আবদ্ধ করেছেন’ বলেও অভিযোগ করেন তিনি।

বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে একক বক্তৃতানুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম।

তিনি বলেন, “নজরুলের জীবন এক বিদ্রোহ, এক বিস্ময়। ধরাবাঁধা জীবন ও সাহিত্যধারার বিপরীতে তিনি প্রাণের উদ্দাম আবেগে সামনে এগিয়ে চলেছেন, একই সঙ্গে আমাদেরও দিয়েছেন সামনে চলার দিশা।”

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন।

পরে নজরুলগীতি পরিবেশন করেন শিল্পী লীনা তাপসী খান।