স্ত্রীর মামলায় কারাগারে অভিনেতা আসিফ

স্ত্রীর করা নারী নির্যাতনের মামলায় মডেল ও অভিনেতা কাজী আসিফুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত  প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2018, 12:08 PM
Updated : 23 April 2018, 12:08 PM

ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সফিউল আজম সোমবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন রাষ্ট্রপক্ষের কৌসুঁলি আলী আকবর জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিচারক বুধবার তার জামিন আবেদন শুনানির জন্য দিন ঠিক করেছেন।

ছবি: আসিফ ও অর্নির ফেইসবুক থেকে নেওয়া।

শুটিং শেষে মালয়েশিয়া থেকে ফেরার সময় রোববার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসিফকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ।

এর আগে ৬ মার্চ আসিফের স্ত্রী শামীমা আক্তার অর্নি সরাসরি ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ৭ আগস্ট কানাডা প্রবাসী শামীমা আক্তার অর্নির সঙ্গে কাজী আসিফের বিয়ে হয়। বিয়ের সময় বাদীর পরিবার ৭/৮ লাখ টাকার আসবাবপত্র দেয়। পরে বাদী আসামিকে গাড়ি কেনার জন্য ১৮ লাখ টাকা দেন। আসামি গাড়ি না কিনে ওই টাকা দিয়ে কী করেছে তা জানতে চাইলে ২ এপ্রিল আসামি আরও ২০ লাখ টাকা যৌতুক দাবি করে ও মারধর করেন।

ছবি: আসিফ ও অর্নির ফেইসবুক থেকে নেওয়া।

ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম মামলার বিচার বিভাগীয় তদন্ত শেষে ২৭ মার্চ ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করেন।

২ এপ্রিল ট্রাইব্যুনাল ওই প্রতিবেদন আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানা পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আসিফ ও অর্নি দম্পতির ৮ মাস বয়সি মেয়ে রয়েছে। অর্নি কানাডায় নার্স হিসেবে কাজ করেন। আসিফের গ্রামের বাড়ি যশোরে, অর্নির বরিশালে। মোবাইল কোম্পানি সিটি সেলের বিজ্ঞাপনের মাধ্যমে বেশ আলোচনায় আসেন মডেল কাজী আসিফ। এরপর একাধিক বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেন তিনি।