মিয়ানমারকে চাপ দিতে ডব্লিউএইচওকে প্রধানমন্ত্রীর আহ্বান

পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2018, 08:55 AM
Updated : 28 March 2018, 08:55 AM

বুধবার গণভবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও সিইএআরওর আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “তিনি আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার বিষয়টি বলেছেন।

“প্রধানমন্ত্রী বলেছেন, ‘তারা মিয়ানমারের নাগরিক এবং তারা যেন তাদের নাগরিকদের ফেরত নেয়’।”

গত বছর ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর প্রায় সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আগে থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিলিয়ে এ সংখ্যা ১০ লাখের বেশি।

ক্ষেত্রপাল বলেন, সামনের বর্ষার মৌসুম রোঙ্গিাদের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করা এবং ডায়রিয়া সামলানোর চ্যালেঞ্জ রয়েছে।

“সরকার খুবই ভাল কাজ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সরকারকে সহায়তা করবে। ”

শিশু ও মাতৃমৃত্যু হার কমানোসহ বাংলাদেশের স্বাস্থ্য খাতের অনেক উন্নয়ন হয়েছে বলে উল্লেখ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক।

বাংলাদেশের উন্নয়ন ও রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ যা করছে সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সচেতন বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে অটিজম নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে ক্ষেত্রপাল বলেন, দক্ষিণ এশিয়া অঞ্চলের মানুষ অটিজম সম্পর্কে সচেতন।

অটিজম নিয়ে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেনের কাজের প্রশংসা করেন তিনি।

বৈঠকে অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও স্বাস্থ্য সচিব সিরাজুল হক খান উপস্থিত ছিলেন।