শাহজালালে সাড়ে ৩ কোটি টাকার সোনা জব্দ

শাহজালাল বিমানবন্দরে তিন যাত্রীর থেকে সাড়ে তিন কোটি টাকার বেশি মূল্যের প্রায় সাড়ে সাত কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2017, 11:17 AM
Updated : 18 Dec 2017, 11:17 AM

ওই যাত্রীরা হলেন- ইব্রাহীম, মহসীন ও রোকনুজ্জামান।

ঢাকা কাষ্টমস হাউজের সহকারী কমিশনার সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার গভীর রাতে রিজেন্ট এয়ারওয়েজের ৭৮৭ নম্বর ফ্লাইটে ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় নামেন তারা।

“সোনার বারগুলো যাত্রীদের বহন করা ট্রলি ব্যাগের হাতলের পাইপের ভেতর লুকিয়ে আনা হয়।”

এর মধ্যে ইব্রাহীমের কাছ থেকে ৩ দশমিক ৫৯ কেজি, মহসীনের কাছ থেকে ১ দশমিক ৯৯ কেজি ও রোকনুজ্জামানের কাছ থেকে ১ দশমিক ৭৯ কেজি সোনার বার পাওয়া যায়।

সাত দশমিক ৩৭ কেজি ওজনের ৭৪টি সোনার বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৬৯ লাখ টাকা বলে জানান কাস্টমস কর্মকর্তা সাইদুল।

এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।