দেহে বেঁধে সৌদি রিয়াল পাচারে বৃদ্ধা

নিজের দেহের সঙ্গে অর্ধ কোটি টাকার সমমূল্যের সৌদি মুদ্রা বেঁধে ঢোকার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন এক বৃদ্ধা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2017, 04:57 PM
Updated : 12 Oct 2017, 04:58 PM

বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে চট্টগ্রামগামী ওই যাত্রীকে আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের উপ পরিচালক সাইফুর রহমান জানিয়েছেন।

গ্রেপ্তার খাদিজা বেগমের (৭০) বাড়ি গাজীপুর সদরের মন্নুনগরের আরিচপুরে বলে তিনি জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তা সাইফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই নারীর কাছ থেকে প্রায় আড়াই লাখ সৌদি রিয়ালজব্দ করা হয়, বাংলাদেশি মুদ্রায় যা ৫২ লাখ টাকার সমপরিমাণ।

“এই মহিলার শরীরের বিভিন্নস্থানে কৌশলে এসব মুদ্রা আটকানো ছিল,” বলেন তিনি।

খাদিজা শুল্ক গোয়েন্দাদের বলেছেন, সোহেল নামে একজন তাকে এই মুদ্রাগুলো চট্টগ্রাম পৌঁছানোর দায়িত্ব দিয়েছিল। বিনিময়ে তাকে এক লাখ টাকা দেওয়ার কথা ছিল।

শুল্ক কর্মকর্তারা জানান, শাহজালাল বিমানবন্দরে অভিযান জোরদার হওয়ায় কৌশল হিসাবে পাচারকারীরা বয়স্ক ব্যক্তিদের এবং ঢাকার বাইরের বিমানবন্দর ব্যবহারের চেষ্টা চালাচ্ছে।

“আমরা সাধারণত বয়স্ক মানুষকে সন্দেহের ঊর্ধ্বে রাখার চেষ্টা করি। কিন্তু এক্ষেত্রে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল,” বলেন সাইফুর।

খাদিজা বেগমকে মুদ্রা পাচার আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।