ঈদযাত্রায় বাসের আগাম টিকেট ১৮ অগাস্ট

কোরবানির ঈদ সামনে রেখে রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীদের জন্য ১৮ অগাস্ট বাসের আগাম টিকেট বিক্রি শুরু করবেন পরিবহন মালিকরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2017, 11:53 AM
Updated : 12 August 2017, 11:56 AM

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সোহেল তালুকদার শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “১৮ অগাস্ট থেকে বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। যাত্রীদের চাহিদা অনুসারে কাউন্টারে যতক্ষণ টিকেট থাকবে ততক্ষণ বিক্রি চলবে।”

বরাবরের মতোই প্রতিটি পরিবহন কোম্পানি নিজস্ব কাউন্টার থেকেই টিকেট বিক্রি করবে বলে সোহেল জানান।

হানিফ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন বলেন, “১৮ অগাস্ট সকাল থেকে আমাদের প্রতিটি কাউন্টারে দেশের বিভিন্ন জেলায় চলাচল করা বাসের অগ্রিম টিকেট পাওয়া যাবে।”

এবার ঈদের আগে ৩১ অগাস্ট শেষ কর্মদিবস হওয়ায় ২৯, ৩০ ‍ও ৩১ অগাস্টের টিকেটের চাহিদা বেশি থাকবে বলে মনে করেন তিনি।