শোলাকিয়ায় হামলার নিন্দা রাষ্ট্রপতির

ঈদ জামাতের আগে শোলাকিয়া ঈদগাঁ ময়দানের কাছে অস্ত্রধারীদের হামলার নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2016, 08:18 PM
Updated : 7 July 2016, 08:18 PM

এ হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন তিনি।

নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন রাষ্ট্রপতি।

আবদুল হামিদ বলেন, ১৮৮০ সাল থেকে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা অংশ নেন।

সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ওপর এ ধরনের ‘বর্বরোচিত’ হামলা বাংলাদেশের ইতিহাসে একটি ‘জঘন্য কাজ’ বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শোলাকিয়া মাঠের আড়াইশ মিটারের মধ্যে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ফটকের কাছে পুলিশের তল্লাশি চৌকি লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে হামলাকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলি হয়।

এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন।