সড়ক-সেতু ও রেলে বরাদ্দ বেড়েছে ৯ হাজার কোটি টাকা
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2016 10:51 PM BdST Updated: 02 Jun 2016 10:51 PM BdST
-
ফাইল ছবি
যোগাযোগ খাতের তিন বিভাগে গত অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে নতুন অর্থবছরের বাজেটে ৯ হাজার ৭৮৬ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে সড়ক পরিবহন, সেতু ও রেলপথে উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় মিলে ৩২ হাজার ১৪৮ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।
এর মধ্যে রেল মন্ত্রণালয়ের জন্য সবচেয়ে বেশি ১১ হাজার ৯৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ১০ হাজার ৯১০ কোটি টাকা এবং সেতু বিভাগে ৯ হাজার ২৮৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
২০১৫-১৬ সালে এই তিনখাতে সংশোধিত বরাদ্দ ছিল ২২ হাজার ৩৬২ কোটি টাকা।
সার্বিকভাবে পরিবহন ও যোগাযোগে (নৌ-পরিবহন, বেসামরিক বিমান ও পর্যটন এবং ডাক টেলিযোগাযোগ বিভাগসহ) বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৩৭ হাজার ২৬৫ কোটি টাকা।
২০১৫-১৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ (সংশোধিত) ২৬ হাজার ৭৯৮ কোটি টাকা।
ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশকে পরিকল্পনায় রেখে আসন্ন অর্থবছরে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ের ফর্দ বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী।
বাজেট বক্তৃতায় যোগাযোগ খাত সম্পর্কে তিনি বলেন, “সড়ক-সেতু অবকাঠামো উন্নয়নে দেশের পশ্চিমাঞ্চলে ৬০টি সেতু নির্মাণ ও পুনঃনির্মাণ, পায়রা নদীর উপর লেবুখালী সেতু এবং মধুমতি নদীর উপর কালনা সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। পদ্মা সেতু নির্মাণ কাজ যথেষ্ট অগ্রগতি হয়েছে।”
রেলখাতে বেশ অগ্রগতি হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে এ পর্যন্ত মোট ১৬৫ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ ও পুনর্বাসন করা হয়েছে। এ সময়ে ১২টি নতুন রেলসেতু এবং ৫৮টি রেলসেতু পুনঃনির্মাণ করা হয়েছে।
২০১৬-১৭ অর্থবছরে নতুন রেললাইন নির্মাণ, ডাবল লাইনে রূপান্তর, পুনর্বাসন, নতুন রেলসেতু নির্মাণসহ যাত্রীবাহী কোচ সংগ্রহ ও পুনর্বাসন পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী মুহিত।
-
‘সর্বাত্মক লকডাউনে’ মানুষ-গাড়ি চলছে দেদার
-
মামুনুল হক সাতদিনের রিমান্ডে
-
আরও এক সপ্তাহ ‘কঠোর লকডাউনের’ সুপারিশ
-
শিশু নির্যাতন: মাদ্রাসা অধ্যক্ষের জামিন মেলেনি হাইকোর্টে
-
৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার
-
সমস্যা বুঝি, কিন্তু জীবন আগে: প্রধান বিচারপতি
-
জামিনে থাকা যাবে আরো ২ সপ্তাহ
-
কোভিড-১৯: মহাখালীতে চালু হল ২১২টি আইসিইউ শয্যার হাসপাতাল
সর্বাধিক পঠিত
- রিয়ালের শিরোপা স্বপ্নে গেতাফের জোর ধাক্কা
- আরও এক সপ্তাহ ‘কঠোর লকডাউনের’ সুপারিশ জাতীয় কমিটির
- সুপার লিগে রিয়াল-বার্সাসহ ১২ ক্লাব, ফুটবল বিশ্বে ঝড়
- সুপার লিগে খেললেই নিষিদ্ধ ‘বার্সা-রিয়ালসহ ১১ ক্লাব’
- মামলার পর বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন নূর
- লকডাউন বাড়ছে এক সপ্তাহ: প্রতিমন্ত্রী ফরহাদ
- কোভিড-১৯: দ্বিতীয় ঢেউ ঠেকাতে যে কারণে ব্যর্থ ভারত
- বাউচারের সঙ্গে আলোচনার অপেক্ষায় ডি ভিলিয়ার্স
- দ্রুত মারা যাচ্ছেন কোভিড আক্রান্তরা: আইইডিসিআর
- মামুনুল হক সাতদিনের রিমান্ডে