সড়ক-সেতু ও রেলে বরাদ্দ বেড়েছে ৯ হাজার কোটি টাকা
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2016 10:51 PM BdST Updated: 02 Jun 2016 10:51 PM BdST
-
ফাইল ছবি
যোগাযোগ খাতের তিন বিভাগে গত অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে নতুন অর্থবছরের বাজেটে ৯ হাজার ৭৮৬ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে সড়ক পরিবহন, সেতু ও রেলপথে উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় মিলে ৩২ হাজার ১৪৮ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।
এর মধ্যে রেল মন্ত্রণালয়ের জন্য সবচেয়ে বেশি ১১ হাজার ৯৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ১০ হাজার ৯১০ কোটি টাকা এবং সেতু বিভাগে ৯ হাজার ২৮৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
২০১৫-১৬ সালে এই তিনখাতে সংশোধিত বরাদ্দ ছিল ২২ হাজার ৩৬২ কোটি টাকা।
সার্বিকভাবে পরিবহন ও যোগাযোগে (নৌ-পরিবহন, বেসামরিক বিমান ও পর্যটন এবং ডাক টেলিযোগাযোগ বিভাগসহ) বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৩৭ হাজার ২৬৫ কোটি টাকা।
২০১৫-১৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ (সংশোধিত) ২৬ হাজার ৭৯৮ কোটি টাকা।
ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশকে পরিকল্পনায় রেখে আসন্ন অর্থবছরে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ের ফর্দ বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী।
বাজেট বক্তৃতায় যোগাযোগ খাত সম্পর্কে তিনি বলেন, “সড়ক-সেতু অবকাঠামো উন্নয়নে দেশের পশ্চিমাঞ্চলে ৬০টি সেতু নির্মাণ ও পুনঃনির্মাণ, পায়রা নদীর উপর লেবুখালী সেতু এবং মধুমতি নদীর উপর কালনা সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। পদ্মা সেতু নির্মাণ কাজ যথেষ্ট অগ্রগতি হয়েছে।”
রেলখাতে বেশ অগ্রগতি হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে এ পর্যন্ত মোট ১৬৫ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ ও পুনর্বাসন করা হয়েছে। এ সময়ে ১২টি নতুন রেলসেতু এবং ৫৮টি রেলসেতু পুনঃনির্মাণ করা হয়েছে।
২০১৬-১৭ অর্থবছরে নতুন রেললাইন নির্মাণ, ডাবল লাইনে রূপান্তর, পুনর্বাসন, নতুন রেলসেতু নির্মাণসহ যাত্রীবাহী কোচ সংগ্রহ ও পুনর্বাসন পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী মুহিত।
-
শহীদ আসাদ স্মরণে ঢাবিতে পাঠাগার
-
আশ্রয়ন-২: ৬৯ হাজার ৯০৪ ভূমিহীন-গৃহহীন পরিবার পাচ্ছে ঘর
-
শতবর্ষ পূর্তিতে আন্তর্জাতিক ওয়েবিনার করছে ঢাবি
-
‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে হবে গুচ্ছভিত্তিক কমিটি
-
ঝিরঝিরে বৃষ্টি শেষে ‘বাড়বে শীত’
-
সড়ক দুর্ঘটনায় বাসসকর্মী নিহত
-
সাবেক এমপি আউয়ালের বিরুদ্ধে ৩ মামলায় অভিযোগপত্র
-
ডেপুটি অ্যাটর্নি রূপা দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি
-
অভিজিৎ হত্যামামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ
-
মালয়েশিয়া ফেরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ৭ দিন ধরে নিখোঁজ
-
দম্পতিকে চাপা দেওয়া বাসের চালক রিমান্ডে
-
সোনার বার ছিনতাই: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়িচালকের স্বীকারোক্তি
-
শহীদ আসাদ স্মরণে ঢাবিতে পাঠাগার
-
ওয়েস্ট ইন্ডিজকে হারানো বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
সর্বাধিক পঠিত
- বোলারদের দাপটে জিতল বাংলাদেশ
- নিজের ফ্ল্যাট থেকে মডেল নাজের লাশ উদ্ধার
- কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- রুল খারিজ, ঢাকায় শুধু সবুজ রঙা সিএনজি অটোরিকশাই চলতে পারবে
- ২ ম্যাচ নিষিদ্ধ মেসি
- যা করতে এসেছিলাম, করেছি: বিদায়ী ভাষণে ট্রাম্প
- নতুন চেহারার দ. আফ্রিকা টি-টোয়েন্টি দল
- বিশ্বকাপের পথে মূল মন্ত্র ‘বাংলাদেশি ব্র্যান্ড’
- বাংলাদেশ ১১১৫, ওয়েস্ট ইন্ডিজ ১০৫