ইউপিতে ভোটের দৌড়ে ২১ দল

দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২১টি রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে, পৌর ভোটে যে সংখ্যা ছিল ২০।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2016, 03:58 PM
Updated : 18 Feb 2016, 04:07 PM

এ সংখ্যা শেষ পর্যন্ত আরও বাড়ার আশা করছে নির্বাচন কমিশন।

ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো দলীয় নির্বাচনে চেয়ারম্যান পদে দল মনোনীত প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থী হওয়ারও সুযোগ থাকছে। তবে প্রতিদল একজনকেই মনোনয়ন দিতে পারবে।

১১ ফেব্রুয়ারি প্রথম ধাপের ভোটের তফসিল ঘোষণার পর প্রত্যয়নের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ও নমুনা স্বাক্ষর জমা দেওয়ার সময় ছিল ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

ইসির নির্বাচন পরিচালনা শাখার একজন উপসচিব জানান, এ পর্যন্ত (বৃহস্পতিবার) ২১টি দল ইসিতে চিঠি পাঠিয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার নিজ নিজ দলীয় প্রার্থীর প্রত্যয়ন দেবেন।

পৌর ভোটেও আওয়ামী লীগ প্রার্থীর প্রত্যয়ন দিয়েছেন শেখ হাসিনা। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান পৌর ভোটে নিজ দলের প্রার্থীর প্রত্যয়ন দিয়েছিলেন।

বাকি দলগুলোর মধ্যে সভাপতি বা মহাসচিব বা সমপদাধিকারীর হাতেই রাখা হয়েছে এ ক্ষমতা।

ইউপিতে অংশ নিতে যাওয়া দলগুলো হচ্ছে- আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বিকল্পধারা বাংলাদেশ, গণফোরাম, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ তরিকত ফেডারেশন।

আরও রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় পার্টি-জেপি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, লিবাবেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগ।

২২ ফেব্রুয়ারি প্রথম ধাপের ৭৩৯ ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় রয়েছে। বাছাই চলবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। ভোট হবে ২২ মার্চ।

ফাইল ছবি

ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সহকারী সচিব আশফাকুর রহমান বলেন, “নিবন্ধিত ৪০টি দলের মধ্যে অর্ধেকের মতো দল প্রার্থী প্রত্যয়নকারীর নাম, পদবী ও নমুনা স্বাক্ষর দিয়েছে।যথাযথ ব্যক্তির প্রত্যয়ন যাচাইয়ের সুবিধার্থে তা কর্মকর্তাদের কাছে আমাদের ইন্টারনাল সার্ভারের মাধ্যমে পাঠানো হবে।”

তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির বিষয়টি রিটার্নিং কর্মকর্তা ও ইসিতে অনুলিপি পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম সাত দিনের মধ্যে পাঠানোর কথা রয়েছে। কিন্তু সব দলই সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের ব্যক্তি মনোনীত প্রার্থীকে প্রত্যয়ন করছে। তাদের জন্য সময় বেঁধে দেওয়া হয়নি। এক্ষেত্রে মনোনয়নপত্র জমার শেষ দিনে নিশ্চিত হবে কটি দল অংশ নিয়েছে।

দ্বিতীয় ধাপের ৬৮৪ ইউপির ভোট হবে ভোট ৩১ মার্চ।

বৃহস্পতিবার তফসিলে জানানো হয়, ২ মার্চ পর্যন্ত এসব এলাকায় মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

এর পরে যথাক্রমে চার ধাপে ২৩ এপ্রিল ৭১১টি, ৭ মে ৭২৮টি, ২৮ মে ৭১৪টি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে।