রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতায় কিশোরের মৃত্যু

নিহত সিসি ক্যামেরার ভিডিও দেখে ঘটনার জন্য দায়ী বাস দুটি শনাক্তের চেষ্টা চলছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2022, 09:11 AM
Updated : 30 Sept 2022, 09:11 AM

ঢাকার বিমানবন্দর এলাকায় দুটি বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে এক বাসের ধাক্কায় ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ওই কিশোর দুর্ঘটনায় পড়ে বলে বিমানবন্দর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান।

তবে কিশোরের নাম পরিচয় পুলিশ এখনও জানতে পারেনি। দুর্ঘটনার সময় তার পরনে ছিল জিন্স আর হাফ হাতা গেঞ্জি।

এসআই জাহাঙ্গীর আলম বলেন, “বিমানবন্দরে সিভিল এভিয়েশনের নতুন ভবন সংলগ্ন সড়কে রাস্তা পার হচ্ছিল সে। ওই সময় দুই বাস নিজেদের মধ্যে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ওই কিশোর প্রাণ হারায়।“

ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও দেখে ঘটনার জন্য দায়ী বাস দুটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য ওই কিশোরের লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।