ঢাকা উত্তর সিটির কাউন্সিলর সালেক মোল্লাহর মৃত্যু

সত্তর বছর বয়সী সালেক মোল্লাহ দীর্ঘদিন ধরে হৃদরোগে ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2023, 05:37 AM
Updated : 13 March 2023, 05:37 AM

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালেক মোল্লাহ মারা গেছেন।

রোববার রাত ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিটি করপোরেশন।

উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সালেক মোল্লাহ দীর্ঘদিন ধরে হৃদরোগে ও শ্বাসকষ্টে ভুগছিলেন। রোববার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানেই সালেক মোল্লাহ মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর।

সালেক মোল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

এক শোকবার্তায় তিনি বলেন, “সালেক মোল্লাহ অত্যন্ত জনপ্রিয়, সদাবিনয়ী ও সদালাপী মানুষ ছিলেন। সিটি করপোরেশনের কাউন্সিলর হিসেবে সবসময় মানুষের সেবায় অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। কাউন্সিলর হিসেবে তার ওয়ার্ডের সার্বিক উন্নয়নে বেশ সোচ্চার ছিলেন।”

সোমবার বাদ আসর ভাসানটেক বাজার মোড়ে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সালেক মোল্লাহকে দাফন করা হবে বলে জানানো হয়েছে সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে।