জর্ডানেও প্রথম নারী রাষ্ট্রদূত তিনিই।
Published : 30 May 2024, 05:21 PM
রাষ্ট্রদূত নাহিদা সোবহানকে এবার কানাডার অটোয়ায় বাংলাদেশের প্রথম নারী হাই কমিশনার করে পাঠাচ্ছে সরকার।
বিসিএস পঞ্চদশ ব্যাচের এই পররাষ্ট্র ক্যাডার ২০১৯ সালের ডিসেম্বর থেকে জর্ডানের আম্মানে রাষ্ট্রদূতের দায়িত্ব সামলিয়ে আসছিলেন। মধ্যপ্রাচ্যের কোনো দেশে প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবেই সেই সময় তিনি দায়িত্ব নিয়েছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাহিদা সোবহানের নতুন কর্মস্থলের কথা জানানো হয়েছে। ২০২০ সালের ডিসেম্বর থেকে অটোয়া মিশনে দায়িত্ব পালন করে আসা হাই কমিশনার খলিলুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
আরও পড়ুন:
মধ্যপ্রাচ্যে প্রথম বাংলাদেশি নারী রাষ্ট্রদূত নাহিদা
নাহিদা সোবহান আম্মানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে ফিলিস্তিন ও সিরিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্বও সামলিয়েছেন। ইসরায়েলি হামলার মধ্যে বাংলাদেশের সরকারি-বেসরকারি পর্যায় থেকে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ পাঠানোর কাজ দেখভাল করে আসছিলেন তিনি।
কূটনৈতিক জীবনে রোম, কলকাতা ও জেনিভায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগ এবং বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়াবলি অনুবিভাগের মহাপরিচালক পদেও দায়িত্ব পালন করেছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর পাস করা নাহিদা নেদারল্যান্ডসের হেগের অ্যাকাডেমি অব ইন্টারন্যাশনাল ল থেকে পাবলিক ইন্টারন্যাশনাল ল’-এর উপর প্রশিক্ষণ নিয়েছেন।
প্যারিসের ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিপ্লোমা রয়েছে তার।
নাহিদা সোবহানের ঘরে দুই সন্তান রয়েছে।