মোরসালিন মোটরসাইকেলের পেছনে ছিলেন। উল্টো পথে আসা রিকশার ধাক্কায় হলে তিনি ছিটকে পড়লে পেছন থেকে আরেকটি বাস তাকে চাপা দেয়।
Published : 11 Jul 2024, 12:22 AM
রাজধানীর আগারগাঁওয়ে উল্টো পথে আসা রিকশার সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ আরোহী সড়কে ছিটকে পড়ে অন্য একটি গাড়ির চাপায় প্রাণ হারিয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে বিটিআরসি ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মোরসালিন আলী মীর বেসরকারি চাকরিজীবী ছিলেন। তিনি গোপালগঞ্জ সদরের শরিফপুর গ্রামের আকতার আলী মীর এর ছেলে, থাকতেন গাজীপুরের টঙ্গীতে থাকতেন।
২৮ বছর বয়সী এই তরুণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ইমন নামে এক পথচারী।
তিনি জানিয়েছেন, মোরসালিন মোটরসাইকেলের পেছনে বসে শিশুমেলার দিকে যাচ্ছিলেন। উল্টো পথে আসা একটি রিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আরেকটি বাস তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মোরসালিনকে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯ টায় তাকে মৃত ঘোষণা করেন।
শেরেবাংলা নগর থানার ওসি আবদুল আহাদ বলেন, এ ঘটনায় পুলিশ একটি গাড়ি আটক করেছে। তবে সেই গাড়িটিই দুর্ঘটনার জন্য দায়ী কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।