এ কে মোহাম্মদ হোসেন সরকারের সচিব পদ মর্যাদা ও অন্যান্য সুযোগ সুবিধাদি পাবেন।
Published : 17 Sep 2024, 04:25 PM
আইন কমিশনের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন আইন প্রণয়ন ও সংসদ বিষয়ক বিশেষজ্ঞ এ কে মোহাম্মদ হোসেন।
মঙ্গলবার তার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন মাস আইন কমিশনের পরামর্শক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এ কে মোহাম্মদ হোসেনকে। তিনি সরকারের সচিব পদমর্যাদা ও অন্যান্য সুযোগ সুবিধাদি পাবেন।
ক্ষমতার পালাবদলে গত এক মাসের বেশি সময় ধরে শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া প্রশাসনে রদবদল, উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ও গত সরকারের আমলে বঞ্চিতদের পদোন্নতির সিদ্ধান্ত এসেছে একের পর এক।
এই পরিস্থিতিতে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় সংস্কারের রূপরেখা তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারে কমিশন গঠন করে দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে এসব জায়গায় ছয়জনকে দায়িত্ব দেওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা।
এ কে মোহাম্মদ হোসেন অন্তর্বর্তী সরকারের আইন সংস্কার কাজে সহায়তা করবেন। তিনি একজন আইন ও সংসদ রীতি বিষয়ক বিশেষজ্ঞ, যিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে আইনি বিষয়ে কাজ করছেন।
আইনজীবী, বিচারক ও আইন প্রণয়ন বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ে কাজ করেছেন তিনি মোহাম্মদ হোসেন।
তিনি ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট ইন্ডিজ থেকে আইন প্রণয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিবও (ড্রাফটিং) ছিলেন এ কে মোহাম্মদ হোসেন।
২০১১ সালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর সুপ্রিম কোর্টে আইনি পেশায় যুক্ত হন। সংসদে উত্থাপিত সরকারি বিল পর্যালোচনা, মনিটরিং এবং মূল্যায়ন এবং বিভিন্ন বিধি ও রীতি নীতি প্রণয়ন কাজেও দক্ষতা রয়েছে মোহাম্মদ হোসেনের।
এছাড়া রিসোর্স পার্সন হিসেবে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা এবং সংসদের বিভিন্ন স্থায়ী কমিটির কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে এই আইন কর্মকর্তার।।
বিশ্ব ব্যাংক, আইএফসি, আইএলও, ইউএনডিপি, ইউএসএইড, ইউনিসেফ এবং বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মোহাম্মদ হোসেনের।
এছাড়াও বাংলাদেশ কোডের সংশোধন ও হালনাগাদ করার জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একটি প্রকল্পে কাজ করেছেন তিনি।