অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ১৬ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত সৌদি আরব ও যুক্তরাজ্য সফর করবেন।
Published : 15 Jan 2025, 12:50 PM
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের ১০ দিনের বিদেশ ভ্রমণের সময় তার দায়িত্বে থাকবেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ।
বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ১৬ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত সৌদি আরব ও যুক্তরাজ্য সফর করবেন। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ নিজ দায়িত্বের পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বও পালন করবেন।
সফরকালে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে তার স্ত্রী শিরিন সুলতানা এবং দুই মেয়ে অঞ্জলি জামান কথা ও অধরা জামান থাকবেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।