আন্দোলনের মধ্যে পৃথক তিনটি প্রজ্ঞাপনে পাঁচ চিকিৎসককে তাদের কর্মস্থল থেকে বদলি করা হয়েছিল।
Published : 07 Aug 2024, 08:40 PM
সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে পাঁচ চিকিৎসককে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। ফলে তারা পূর্বের কর্মস্থলেই ফিরছেন।
বুধবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব শারমিন ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের আগের বদলি আদেশ বাতিল করা হয়েছে।
আন্দোলনের মধ্যে গত ২৪ জুলাই এক প্রজ্ঞাপনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (প্যাথলজি) রিজওয়ানা রহমান খানকে সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজে বদলি করা হয়।
২৫ জুলাই আরেক প্রজ্ঞাপনে ঢাকা মেডিকেলের স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শহীদুল ইসলাম খানকেও সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজে বদলি করা হয়। সেদিন ঢাকা মেডিকেলের ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক নুশরাত সুলতানাকে নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে বদলির আদেশ দেওয়া হয়।
এরপর ১ অগাস্ট স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুব আলমকে কুমিল্লা মেডিকেল কলেজে এবং কুমিল্লা মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আরিফ মোর্শেদ খানকে নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়।
তাদের এসব বদলির আদেশ বাতিলের ফলে এখন যার যার আগের কর্মস্থলেই ফিরছেন।