যুক্তরাজ্যের গ্লাসগো শহরে ৪ নভেম্বর ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশন হবে।
Published : 03 Nov 2024, 09:58 PM
ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যে গেছেন পুলিশ মহা পরিদর্শক মো. ময়নুল ইসলাম।
শনিবার রাতে তিনি যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে রোববার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
যুক্তরাজ্যের গ্লাসগো শহরে ৪ নভেম্বর ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশন হবে। ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের প্রতিনিধিরা তাতে অংশগ্রহণ করবেন। ৭ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে।
সম্মেলনে যোগ দিতে পুলিশ সদর দপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরী আইজিপির সঙ্গে যুক্তরাজ্যে গেছেন।
সম্মেলনের ফাঁকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক, কাতার, জার্মানি, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইতালির পুলিশ প্রতিনিধিদল এবং ইন্টারপোলের মানব সম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) বিভাগের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠক ও মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ পুলিশ এবং অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের মধ্যে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারকও সই হতে পারে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, ইন্টারপোলের এবারের সাধারণ অধিবেশনে ‘বায়োমেট্রিক ফ্রন্টলাইন সক্ষমতা’, এআই এবং পুলিশিংয়ের ভবিষ্যত, টেকসই বহুপাক্ষিকতা-একটি সমন্বিত বিশ্ব নিরাপত্তা স্থাপত্য এবং আইন প্রয়োগকারীদের নেতৃত্বের ভবিষ্যত– এ চারটি বিষয়ে প্রধান প্যানেল আলোচনা হবে।
ইন্টারপোলের বিভিন্ন আইন ও বিধি সংশোধন, নির্বাহী পর্ষদের নির্বাচন, বাজেট প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে সম্মেলনের অধিবেশনে।
সম্মেলন শেষে পুলিশ প্রধান ৯ নভেম্বর দেশে ফিরবেন বলে পুলিশ সদরদপ্তর জানিয়েছে।