সমন্বয়ক, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের হয়রানি না করার প্রতিশ্রুতি দিলেও সরকার মামলা, রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ টিআইবির।
Published : 04 Aug 2024, 05:41 PM
মানবাধিকার, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বহুমাত্রিক ও বহুপর্যায়ের নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্তমূলক জবাবদিহিতা নিশ্চিত, রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানোর জন্য জাতীয় ঐকমত্যের ভিত্তিতে উদ্যোগ গ্রহণসহ ১১ দফা দাবি জানিয়েছে সংস্থাটি।
রোববার এক সংবাদ বিজ্ঞতিতে বলা হয়, ধানমন্ডির মাইডাস সেন্টারের সামনে অবস্থান কর্মসূচিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব দাবি তুলে ধরেন।
বিজ্ঞপ্তিতে টিআইবি বলেছে, “সম্পূর্ণ শান্তিপূর্ণ, যৌক্তিক ও অরাজনৈতিক কোটা সংস্কার আন্দোলনের ওপর চাপিয়ে দেওয়া সহিংসতায় দুই সপ্তাহ ধরে দেশে হত্যাকাণ্ড, বেআইনি নির্যাতন, মামলা, ব্লকরেইড, অবৈধ রিমান্ডসহ নান মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে নৈরাজ্যপূর্ণ পরিস্থিতি তৈরি করা হয়েছে।”
ক্ষমতার অপব্যবহার এবং অতিরিক্ত প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের মাধ্যমে বেসরকারি হিসাব অনুযায়ী দুই শতাধিকেরও বেশি শিক্ষার্থী ও জনতাকে হত্যা করা হয়েছে।
রাজধানীতে ২ লাখ ১৩ হাজারের বেশি জনকে আসামি করে অন্তত ২০০টি মামলা করা হয়েছে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল সমন্বয়ক, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের কোনো ধরনের হয়রানি না করার প্রতিশ্রুতি দিলেও সরকার প্রতারণামূলকভাবে মামলা, রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে।