সাক্ষাতকালে আরবিট্রেশনের ব্যবহার, প্রয়োগিক দিক বৃদ্ধি সম্পর্কে মতবিনিময় হয়।
Published : 19 Feb 2025, 03:20 PM
বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিআইএসি) একটি প্রতিনিধি দল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার চার সদস্যের এই প্রতিনিধি দল প্রধান বিচারপতির কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান।
তিনি বলেন, বিআইএসি-এর এই প্রতিনিধিদল নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুবুর রহমান।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমি) আলী, প্রধান নির্বাহী কে এ এম মাজেদুর রহমান এবং সাবেক জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ শহিদুল হক।
শফিকুল ইসলাম বলেন, প্রতিনিধিদলের সাক্ষাতকালে আরবিট্রেশনের ব্যবহার, প্রয়োগিক দিক বৃদ্ধি সম্পর্কে মতবিনিময় হয়। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সচেষ্ট হবে বলে প্রধান বিচারপতি প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।
“প্রতিনিধিদলের সদস্যরা বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত প্রধান বিচারপতির রোডম্যাপকে একটি যুগোপযোগী পদক্ষেপ বলে মন্তব্য করেন এবং এর সাফল্য কামনা করেন।”
প্রধান বিচারপতি বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিআইএসি) প্রতিনিধিদলের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি বিচার বিভাগ নিয়ে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন বলেও শফিকুল ইসলাম জানান।