তিনি রাষ্ট্রদূত নূর-ই হেলাল সাইফুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
Published : 12 Sep 2024, 09:11 PM
অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্বরত শাহ আহমেদ শফিকে হাই কমিশনার করে দক্ষিণ আফ্রিকায় পাঠাচ্ছে সরকার।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিএস সপ্তদশ ব্যাচের এই কর্মকর্তাকে নতুন দায়িত্বে দেওয়ার কথা জানানো হয়।
রাষ্ট্রদূত নূর-ই হেলাল সাইফুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। নূর-ই হেলালকে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত করে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসেবে শফি পূর্ব ইউরোপীয় এবং ইউরেশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয় দেখভাল করে আসছিলেন।
এর আগে ফরেন সার্ভিস একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ন্যাশনাল ডিফেন্স কলেজে জ্যেষ্ঠ পরিচালকও ছিলেন তিনি।
কূটনৈতিক জীবনে নাইরোবি, লস অ্যাঞ্জেলস, প্যারিস ও দিল্লিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব সামলেছেন শাহ আহমেদ শফি। বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের উপপ্রধানও ছিলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর করা শফি প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (আইআইএপি) থেকে আরেকটি স্নাতকোত্তর করেছেন।
২০১৬ সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর কোর্স করেছেন তিনি।