তিনি মালয়েশিয়ায় বর্তমান কর্মস্থলে থাকবেন, না কি ঢাকায় ফিরে আসবেন, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
Published : 06 Oct 2024, 07:14 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ ওঠার পর কূটনীতিক খোরশেদ আলম খাস্তগীরকে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান সাংবাদিকদের বলেন, খোরশেদ আলমকে পোল্যান্ডের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বাতিল করেছে সরকার।
মালয়েশিয়ায় উপ-হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসা এই কূটনীতিককে ওয়ারশতে রাষ্ট্রদূত হিসেবে বদলি করে ২৫ সেপ্টেম্বর অফিস আদেশ জারি করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।
তার বদলির ওই আদেশের পর বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে, জুলাইয়ে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তিনি।
সেখানে সমাবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মালয়েশিয়া পুলিশের কাছে তিনি অভিযোগ দিয়েছিলেন বলেও তুলে ধরা হয় সেসব প্রতিবেদনে।
ওই প্রতিবেদনগুলোতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএফএসএ) হোয়াটসঅ্যাপ গ্রুপেও আন্দোলনকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেন বিসিএস বিংশ ব্যাচের এই কর্মকর্তা।
তবে খাস্তগীরকে রাষ্ট্রদূত করে পাঠানোর আদেশ বাতিলের কোনো কারণ উল্লেখ করেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা তৌফিক হাসান।
খোরশেদ মালয়েশিয়ার কর্মস্থলে থাকবেন, না কি ঢাকায় ফিরে আসবেন-এমন প্রশ্নে তিনি বলেন, সে বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি।
২০২০ সালের অক্টোবর থেকে মালয়েশিয়ায় উপ-হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসছেন খোরশেদ।
এ পদে যাওয়ার আগে সদরদপ্তরে আন্তর্জাতিক সংগঠন অনুবিভাগের মহাপরিচালক ছিলেন ২০০১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া এই কর্মকর্তা।
চাকরিজীবনে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং ওমানের মাসকাতে বিভিন্ন দায়িত্ব সামলেছেন খোরশেদ।