নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় তিনি রিকশা চালাতেন।
Published : 22 Apr 2024, 11:43 PM
প্রচণ্ড গরমের মধ্যে রাজধানীর সড়কে অচেতন হওয়ার পর এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ঢাকা নার্সিং কলেজের পেছনের রাস্তায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম আব্দুল আউয়াল (৪৫)। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলায়।
শাহবাগ থানার এসআই সুমন বসাক জানান, নার্সিং কলেজের পেছনের রাস্তায় অচেতন হওয়ার পর তাকে বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন পথচারীরা। সেখানে পরীক্ষার পর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ কর্মকর্তা বসাক বলেন, “ধারণা করা হচ্ছে, তিনি হয়তো হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। ঘটনাস্থলের আশপাশের লোকজন জানিয়েছে, লোকটি রিকশা চালিয়ে এসে নার্সিং কলেজের পেছনের রাস্তায় খিচুড়ি পট্টিতে রিকশা থেকে পড়ে যান এবং তার খিচুনি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন।”
আউয়াল নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় থেকে রিকশা চালাতেন।
তার রিকশার মালিক মহিবুল আলম জানান, তার গ্যারেজ শনিরআখড়া এলাকায়। সেখান থেকে ভাড়ায় রিকশা নিয়ে চালাতেন আউয়াল। তার স্বজনদের মৃত্যুসংবাদ জানানো হয়েছে।