সোমবার চাঁদ দেখা গেলে বাংলাদেশে আগামী ২৯ জুন কোরবানির ঈদ হবে।
Published : 19 Jun 2023, 01:39 PM
ঈদযাত্রায় সুবিধার কথা বিবেচনা করে আগামী ২৭ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এক দিন ছুটি ঘোষণার এই সিদ্ধান্ত হয়।
পরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, সাধারণত ঈদের আগে একদিন বন্ধ থাকে। তাতে ওইদিন সব মানুষ একসঙ্গে রওনা করেন, সড়কে ব্যাপক চাপ পড়ে। সে কারণে ২৭ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।
গত রোজার ঈদের আগে একদিন ছুটি বাড়ানোর প্রসঙ্গ তুলে মাহবুব হোসেন বলেন, “গত ঈদের অভিজ্ঞতায় দেখলাম ঈদের আগে দুই দিন ছুটি থাকলে ট্রাফিক ব্যবস্থাপনাটা ভালোভাবে করা যায়। এজন্য কোরবানির ঈদের আগে প্রধানমন্ত্রী দুই দিন ছুটির ব্যবস্থা করেছেন।”
ঈদের ছুটি এক দিন বাড়াতে গত ১৩ জুন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাব করেছিল। যানজট, যাত্রী হয়রানি ও সড়ক দুর্ঘটনা কমাতে আগামী ২৭ জুন ঈদের ছুটি ঘোষণার দাবি জানিয়েছিল যাত্রী কল্যাণ সমিতিও।
আগামী ২৯ জুন কোরবানির ঈদ হতে পারে ধরে নিয়ে ২৮, ২৯ ও ৩০ জুন ঈদের ছুটি নির্ধারণ করা আছে। ২৭ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় যোগ হল আরও এক দিন।
আর ঈদের ছুটির পর ১ জুলাই শনিবারও সাপ্তাহিক ছুটি। ফলে এবার ঈদে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।