রেঞ্জ কর্মকর্তা জানান, ময়নাতদন্তে মৃত হাতিটির শরীরে জিআই তারের পোড়া দাগের চিহ্ন পাওয়া গেছে।
সরকার ১১৪ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে।
শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি হয়েছে।।
পদোন্নতি দেওয়া হলেও তাদেরকে পদায়ন না করে জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র Emaisa@mopa.gov.b এ প্রেরণ করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
প্রথম প্রজ্ঞাপনে ১১৩ জনের পদোন্নতির কথা জানানো হয় আর দ্বিতীয় প্রজ্ঞাপনের সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত যুগ্ম-সচিব পর্যায়ের আরেকজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে।
গত বছরের ৬ এপ্রিল ৯৪ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল।