‘জনস্বার্থ’ বিবেচনায় তাকে অবসরে পাঠানোর কথা বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
Published : 21 Feb 2025, 07:07 PM
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ‘জনস্বার্থ’ বিবেচনায় তাকে অবসরে পাঠানোর কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, “যেহেতু তপন কুমার বিশ্বাসের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে, সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হল।”
বিধি অনুযায়ী তিনি অবসরজনিত সুবিধা পাবেন এবং বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।
জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান বৃহস্পতিবার তিনজন সচিব, ১৭ জন অতিরিক্ত সচিব, একজন যুগ্ম সচিব ও একজন উপসচিবসহ ২২ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানান।
এই কর্মকর্তারা সবশেষ তিন সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তবে তপন কুমার বিশ্বাসকে কেন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
মোখলেস উর রহমান বলেন, “যাদের চাকরির বয়স ২৫ বছরের কম, তারা ওএসডি হবে। যাদের চাকরির বয়স ২৫ বছরের বেশি, তারা বাধ্যতামূলক অবসরে যাবে।”
এর আগের দিন একাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা ৩৩ ডিসিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সরকার।