তাদের মালিকানাধীন দুই পত্রিকাতে ধারাবাহিকভাবে ‘মিথ্যা প্রতিবেদন’ প্রকাশের অভিযোগ আনা হয়েছে।
Published : 01 Sep 2024, 06:57 PM
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির দুটি মামলা হয়েছে।
রোববার মহানগর হাকিম আরফাতুল রাকিবের আদালতে ১০০০ কোটি টাকার মানহানির মামলা করেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। তিনি বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাবেক সাধারণ সম্পাদক।
একই আদালতে ওই আসামিদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন বাজুসের সাবেক সভাপতি এনামুল হক খান দোলন।
শুনানি শেষে এনামুল হক খান দোলনের মামলা তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন বিচারক। আর দিলীপের মামলায় আসামিদের হাজির হতে সমন জারি করেছে আদালত।
মামলার অন্য আসামিরা হলেন- বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী, বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, বাংলাদেশ প্রতিদিনের বাণিজ্য বিষয়ক প্রতিবেদক রুহুল আমিন রাসেল, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি রিপনুল হাসান রিপন এবং বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের।
এজাহারে ১০ জনকে আসামি করা হলেও কালের কণ্ঠ সম্পাদক এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহীর নাম উল্লেখ না করায় তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়নি।
দুটি মামলার বর্ণনা প্রায়ই একই রকম। অভিযোগে বলা হয়, গত ২৭ থেকে ৩০ অগাস্ট দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনে বাদীর নামে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়।
এরপর ৩১ অগাস্ট বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন পত্রিকা দুটিতে প্রতিবাদ পাঠানো হলেও তা প্রকাশ করা হয়নি। উল্টো ১ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একই ধরনের ‘ভুয়া’ প্রতিবেদন ছাপা হয়।
অভিযোগের বিষয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর কিংবা বসুন্ধরা গ্রুপের কোনো বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি। বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়বকে কল করা হলেও তিনি সাড়া দেননি।