Published : 30 Apr 2025, 04:41 PM
চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ‘ধর্ষণের’ অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে রাজধানীর কদমতলী থানার পুলিশ।
মঙ্গলবার ভোরে রাজধানীর বাসাবো এলাকা থেকে ইউসুফ আলী নামের ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, ঘটনার শিকার শিশুটির মা কদমতলী থানাধীন একটি ভাড়া বাসায় থেকে ভাঙ্গারি বাছাইয়ের কাজ করেন। গত ২৫ এপ্রিল তিনি পাঁচ বছরের মেয়েকে নিয়ে শ্যামপুর বালুর মাঠ এলাকার একটি বন্ধ ফ্যাক্টরির নিচ তলায় পুরাতন প্লাস্টিকের ভাঙ্গারি বাছাই করতে যান।
সেখানে খেলতে থাকা শিশুটিকে ‘চকলেট ও বিস্কুটের লোভ দেখিয়ে’ ফ্যাক্টরির তৃতীয় তলায় নিয়ে ‘ধর্ষণ করেন’ ইউসুফ আলী। শিশুটির কান্নাকাটির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে স্থানীয় দুই ব্যক্তি ইউসুফকে পালাতে সহায়তা করে বলে পুলিশের ভাষ্য।
ঘটনার পর শিশুটির মা স্থানীয় জনতার সহায়তায় শফিকুলকে আটক করে থানায় নিয়ে যান এবং মামলা করেন।
মঙ্গলবার গ্রেপ্তারের পর ইউসুফ আলীকে আদালতে পাঠানো হলে তিনি বিচারকের সামনে ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।