গণপিটুনি থেকে বাঁচতে ৯৯৯ নম্বরে চোরের ফোন!

গ্রেপ্তার হৃদয় কদমতলীর মেরাজনগরের বাসিন্দা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2024, 04:15 AM
Updated : 14 Jan 2024, 04:15 AM

কোথায় চুরির মালামাল নিয়ে সটকে পড়বেন, তা না জনতার পিটুনি থেকে বাঁচতে জাতীয় জরুরি সেবার ‘৯৯৯’ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চাইলেন এক ব্যক্তি।

খবর পেয়ে পুলিশ মঙ্গলবার ভোরে রাজধানীর কদমতলীর খানকা রোডের পুরনো পাসপোর্ট অফিসের পাশে এলাকা থেকে হৃদয় (২৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। 

ভোর সোয়া ৪টায় হৃদয় ‘৯৯৯’ নম্বরে ফোন করে বলেন, “হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এখন লোকজন টের পাইয়া গেছে, আমারে তো পিটাইয়া মাইরা ফালাইব, আমারে গ্রেপ্তার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান, আমারে বাঁচান।”

৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান, থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সেখানে যেতে বলা হয়। তারা গিয়ে দেখতে পায় হৃদয়কে জনগণ ধরে পিটুনি দেওয়া শুরু করেছে।

“পরে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।”

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

হৃদয় কদমতলীর মেরাজনগরের বাসিন্দা।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)