মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

দণ্ডিত দুই আসামিই জামিনে বেরিয়ে পালিয়ে গেছেন।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2022, 11:36 AM
Updated : 28 Sept 2022, 11:36 AM

সাড়ে তিন বছর আগে পুরান ঢাকায় ২০ হাজার ইয়াবা ও চারশ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার আদালত।

অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতেমা ফেরদৌস বুধবার আসামিদের অনুপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন।

রায়ে লালন মিয়া ও মো. আফতাব নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় এ মামলার আরেক আসামি রনি মোল্লাকে খালাস দিয়েছেন বিচারক। রনিও পলাতক বলে এ আদালতের পিপি মো. আলমগীর জানিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৭ মার্চ লালন ও আফতাবকে গ্রেপ্তার করে গেয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তাদের সঙ্গে তারা আরেকজন পালিয়ে যান।

প্রথমে তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে দুটি মোটরসাইকেলের সিট ও ট্যাংক থেকে আরও ১০ হাজার ইয়াবা এবং ২০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

সূত্রাপুর থানার এসআই হুমায়ুর কবীর এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন; পরে ওই বছরের ১৩ জুলাই আদালতে অভিযোগপত্র জমা পড়ে।

রাষ্ট্রপক্ষে এ মামলায় মোট ৮ জনের সাক্ষ্য শোনে আদালত। আসামি লালন ও আফতাব জামিনে থাকলেও শুনানি চলার মধ্যে পালিয়ে যান।